স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : খোরপোষ না দেওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন দ্বিতীয় স্ত্রী। পুলিশ দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে।
গাজীপুর মহানগরের উত্তর খাইলকুর এলাকার নাজিমউদ্দিনের বাড়িতে এঘটনা ঘটেছে।
বাড়িওয়ালার ছেলে খোকন জানান, নেত্রকোনা জেলার বাড়হাট্টা থানার বারঘর এলাকার হাবিব দ্বিতীয় স্ত্রী পারভীনসহ তার বাড়িতে ভাড়া থাকেন। গতরাতে দু’জনের মধ্যে বাজার করা নিয়ে মনোমালিন্য হয়। পরে গভীর রাতে পারভীন ধারালো ব্লেড দিয়ে হাবিবের পুরুষাঙ্গ কেটে দেয়। হাবিবের আতর্œচিৎকারে প্রতিবেশীরা গিয়ে পারভীনকে আটক করে। গুরুতর আহত অবস্থায় হাবিবকে গাজীপুর সদর হাসপাতালে না এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) হারিজ মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়িওয়ালা নাজিমউদ্দিন বাদি হয়ে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পারভীনকে আটক করা হয়েছে।