ঢাকা; দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গাজীপুরের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিদের আর বাধা থাকছে না।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। মান্নানের আইনজীবী আবু হানিফ জানান, দুদকের করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রেখেছেন। এটিসহ তার বিরুদ্ধে করা ২৬টি মামলায় তিনি জামিন পেলেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে ১৭ আগস্ট হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুদকের মামলায় মেয়র মান্নানকে জামিন দিয়েছিলেন। এই জামিনের বিরুদ্ধে দুদক আবেদন করে। আজ এই আবেদনের ওপর শুনানি হয়। আদালতে মান্নানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আবু হানিফ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।