“মায়ানমার ও নৃশংসতা”
– —>এহসানুর রহমান আক্তাবুর
সূচিভেদ্য অন্ধকার আজ মায়ানমারের বুক জুড়ে,
মানবতা গুমরে কাঁদে অসহায়ের বুকচীরে।
অমানবিক সূচির দেশে মুসলমানদের আকুতি,
কর্ণপাতে নিচ্ছেনা কেউ হায়রে এ কী নিয়তি।
আরাকান আজ রক্তস্নাত নাফ নদী আজ রক্তে লাল,
পোড়া ছেড়া লাশের স্তূপ আর যত্রতত্র রয় কঙ্কাল।
চোখ থেকেও অন্ধ যারা কান থেকেও ভাব কালা,
কেমন করে বুঝবে তারা নৃশংসতার কী জ্বালা?
বাতাসে আজ আহাজারী রোহিঙ্গাদের আর্তনাদ,
জেগে উঠো বিশ্ব বিবেক গর্জে উঠো বজ্রনিনাদ।
শিশু কিশোর যুবা বৃদ্ধ অকাতরে দিচ্ছে প্রাণ,
পৈশাচিক বর্বরতায় বিদগ্ধ আজ আরাকান।
তেজ দীপ্ত সাহসী সেই মুসলমানদের হুঙ্কারে,
শত্রু তাবু কাঁপতো যবে ভীত হয়ে থরথরে।
এই জুলুমের জবাব দেবে কোথায় আজ সে নওজোয়ান?
ইয়া ইলাহী রহম করো অসহায় আজ মুসলমান।
নাফ নদীতে ভাসিয়ে দাও হে সূচির সকল সূচি-রোমা বোধ,
মানবতার শির উন্নত করো এ নৃশংসতা করো রোধ॥
রচনাঃ ২২ নভেম্বর, ২০১৬ ইং বনশ্রী প্রজেক্ট ঢাকা ।