ঢাকা; ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার চুরি যাওয়া হাতব্যাগসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাগের ভেতর থাকা মালামালও উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বিকেল চারটায় এ নিয়ে মিডিয়া সেন্টারে ব্রিফিং করবে ডিএমপি।
গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ নামের একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাষ্ট্রদূতের ব্যাগ চুরি হয়ে যায়। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি ও প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল। এ ঘটনায় পরে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ নামের একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাষ্ট্রদূতের ব্যাগ চুরি হয়ে যায়। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি ও প্রয়োজনীয় ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল। এ ঘটনায় পরে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।