আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর নগরের ধাপ এলাকার শীতল কমিউনিটি মিলনায়তনে আয়োজিত ‘জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ ও জঙ্গিদের আত্মসমর্পণ’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ওই তিনজন আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাঁদের প্রত্যেকের হাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আত্মসমর্পণ করে হাফেজ মো. মাসুদ রানা বলেন, ‘আমি আরিফুলের মাধ্যমে এই পথে আসার জন্য উদ্বুদ্ধ হই। পরে জেএমবিতে যোগদান করি। মাজারে হামলা, গানবাজনা অনুষ্ঠানে নাশকতা, শিয়া মসজিদে হামলা, রোজার মাসে খাবারের দোকান খোলা থাকলে সেখানে হামলার পরিকল্পনা করি। পরবর্তী সময়ে আমি নিজের ভুল বুঝতে পারি। বুঝি যে এই পথ ভুল পথ। তাই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই।’
অপর আত্মসমর্পণকারী আক্তারুজ্জামানের বাবা সারোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলে ভুল পথে গিয়েছিল। পরে বুঝতে পেরে সে আমার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে। আমরা বিষয়টি নিয়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের সিদ্ধান্ত জানাই।’
রংপুর র্যাব-১৩ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিজিবি রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর র্যাব-১৩-এর অধিনায়ক কমান্ডার এ টি এম আতিকুল্যাহ।