শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে সুবিধাভোগীদের ওজনে কম দেওয়ার অভিযোগে একজনের ডিলারশীপ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী চাল বিতরণ কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করতে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ওই ডিলারের ডিলারশীপ বাতিল করেন। ডিলারশীপ বাতিল হওয়া ডিলার হচ্ছে মো. আব্দুল মালেক। তিনি উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের ডিলার। এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, ওই ডিলারে বিরুদ্ধে সুবিধাভোগীদের ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষনিক সেখানে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাই ডিলার আব্দুল মালেকের ডিলারশীপ বাতিল করা হয়েছে। আব্দুল মালেকের পরিবর্তে সেখানে নতুন ডিলার নিয়োগ করা হবে। আর ওই ইউনিয়নের অন্য কোন ডিলারের মাধ্যমে বাকি সুবিধাভোগী মধ্যে যথাসময়ে চাল বিতরণ শেষ করা হবে।