ঢাকা; সাভারের আশুলিয়ার জিরাবোব ফুলবাগান এলাকায় আজ বিকালে কালার ম্যাক্স (বিডি) লিমিটেড গ্যাসলাইটার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ সময় কারখানার ৩১ নারী ও পুরুষ শ্রমিক আহত হয়। এদের মধ্যে বেশির ভাগই দগ্ধ। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল চারটার দিকে আশুলিয়ার জিরাবোব ফুলবাগান এলাকার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড গ্যাসলাইটার ফ্যাক্টরিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো টিনসেড ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় হালিমা (২৫), নাজমা (১৭), জলি (৩০), মুক্তা আক্তার(১৮), ফাতেমা (১৫), খাদিজা (১৪), রিনা (২০) শিমু (২৫)আখিঁ (১৪), সৌনিয়া(১৬), হাফিজা(১৬), মাহমুদা (২৬)সহ ৩১ নারী ও পুরুষ শ্রমিক আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,স্থানীয় নারী ও শিশু হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিইপিজেট সাভারসহ ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্যাক্টরিতে দার্য্য পদার্থ থাকায় অতি দ্রুত আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়ে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ জানান, আহতদের ২৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৫ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।