অবগাহন ———-মৌসুমি টিকলি

Slider সাহিত্য ও সাংস্কৃতি

15128585_1819440671648559_1589184222_n

 

 

 

 

 

 

 

 

 

অবগাহন

———-মৌসুমি টিকলি

রোদ্দুরে চিড়বিড় করে ফেটে ওঠা মাটি

আকাশের পানে তাকিয়ে থাকে,

যদি চাতকের সাথে হয় চোখাচোখি;

দুজনের বুকে একই তৃষ্ণা

একই ছন্দের খেয়াল

একই তারে বাঁধা সুর;

দুরের সবুজ বৃক্ষ জীবনের কথা বলে,

তারুণ্যের নীলাকাশ

হাতছানি দিয়ে ডাকে

কখন আসবে অঝোরে বৃষ্টি,

প্লাবনের উদ্দামতায় ছাপিয়ে যাবে

সকল শুন্যতা,রুক্ষতা, আকুলতা,

শুস্ক জমিনে আসবে

স্বস্তি,সজীবতা

তৃপ্ত হবে পিপাসার্ত মাটি

সার্থক হবে চাতক এর আহবান,

দুজনেই উন্মুখ হয়ে আছে

অবগাহনের অপেক্ষায়।

২৩/৩/২০১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *