যাত্রাবাড়িতে জোড়া খুনের মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Slider বাংলার আদালত

41387_1474793814

 

ঢাকা; রাজধানীর যাত্রাবাড়িতে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও কিশোরী গৃহকর্মীকে গলা কেটে হত্যার দায়ে ওই গৃহকর্মীর ভাই ও তার এক বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন সাঈদ হাওলাদার ও রিয়াজ নাগরালী। বিচারক তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহফুজুর রহমান লিখন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আবদুস সবুর ও জাকির হোসেন।
২০১৫ সালের ২৪ মার্চ বিকেলে  উত্তর যাত্রাবাড়ির ৫৬ নম্বর কলাপট্টিতে ‘বাবার প্রাসাদ’ নামে তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরা (৬৫) ও গৃহকর্মী কল্পনার (১২) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সময় আসামিরা ওই বাড়ি থেকে টাকা, ল্যাপটপ, মুঠোফোন চুরি করে নিয়ে যায়। ঘটনার পরের দিন রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায়  মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *