গভীর,
————কোহিনূর আক্তার,
তোমার গভীর দৃষ্টি নিক্ষেপ করো যখন
ঘূর্ণিঝড়ের মত আমি উলটে পালটে যাই তখন
ঐ গভীর দৃষ্টির মাঝে কি যে রহস্য
আজও লুকিয়ে আছে ,
বুঝতে পারিনি এ ছোট মনে ।
তোমার ঐ গভীর দৃষ্টির বিশাল সমুদ্র
আড়াল করে,
মহাপুরুষ হয়ে আপোন মনে
ফেলছো আমায় চন্দ্র সূর্য মহাকাশ তুল্য
ভালো বসায় গহীন ঘূর্ণি তনে ।
আমি চাইলে তোমার পানে,
টর্নেডো ওঠে ছোট এ বুকে
ধুক পুক, ধুক পুক নিস্তব্ধ হৃদয় কাঁপে ।
তাতে আমি তাল হারা
দিশা গহীন পাখি ,
আমি যেন ব্যাকুল
চঞ্চলা উচ্ছাসে হৃদয় ও আখি।
বাকরুদ্ধ মনে গভীর দৃষ্টি ক্ষণে
কি যে চাও কি যে পাও
ভাবি আমি বেসামাল অন্ত মনে।
তুমি বড় সাগর তরী মাঝি
,আমি সামান্য জাড়ি ।
ভুলিও না আমায়
হারিয়ে যাবো অতল হাড়ি
তোমার গভীর দৃষ্টি
নিক্ষেপ করো যখন
উলটে পালটে যাই আমি
তখন ।
৩/১১/১৬