দিয়াজের মামা রাশেদ চৌধুরী মুঠোফোনে বলেন, বাসায় কেউ ছিল না। এ সুযোগে দিয়াজকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষের লোকজন। দিয়াজের বড় বোন জুবাইদা সরোয়ারও অভিযোগ করেন, তাঁর ভাইকে মেরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ছাত্রলীগের কোন্দলের জের ধরে দিয়াজকে হত্যা করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বাসায় দিয়াজ একাই ছিলেন। ঘটনার সময় পরিবারের কোনো সদস্য ছিলেন না। খবর পেয়ে দরজা ভেঙে ঘর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা দিয়াজের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
দিয়াজ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। এদিকে দিয়াজের মৃত্যুর খবর শুনে বাসার নিচে শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন বলে পুলিশ জানায়।