আগামী মার্চের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত জাতীয় পার্টি’

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

46232_er
গ্রাম বাংলা ডেস্ক: আগামী বছরের মার্চ মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন করতে জাতীয় পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি থেকে মুক্তি চায়। বিএনপি আন্দোলন করতে ব্যর্থ। তাদের দুর্বলতার এই সুযোগ জাতীয় পার্টি নিতে চায়। আগামী নির্বাচনে ১৫১আসনে জয়ের লক্ষ্য নিয়ে জাতীয় পার্টি কাজ করবে। শনিবার সকালে রংপুরের নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অবস্থা ভালো নয়, মানুষও ভালো নেই। সন্ত্রাস দুর্নীতি ও দলীয়করণে  দেশ ছেয়ে গেছে। এর বিপরীতে জনগণের কাছে প্রয়োজন জাতীয় পার্টি। আামরা দলকে সংঘটিত করবো। আমরা রংপুরে মিলে মিশে সবাইকে নিয়ে দলকে সংগঠিত করতে চাই। সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। তিনি বলেন, বিএনপির কোন জোরালো আন্দোলন নেই। তারা কথা বলে বলে সময় ক্ষেপণ করছে মাত্র। বিএনপির ওপর মানুষের আস্থা নেই। আওয়ামী লীগ দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের জান-মালের নিরাপত্তা দিতে পারছে না। এ কারণে দেশের মানুষ এখন পরিবর্তন চায়। এসময় জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *