স্বপ্ন বুনন ” —এহসানুর রহমান আক্তাবুর

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সাহিত্য ও সাংস্কৃতি

 

15139225_1818450858414207_1579072105_n

 

 

 

 

 

 

 

 

 

স্বপ্ন বুনন ”

—–> এহসানুর রহমান আক্তাবুর

—- আমি স্বপ্ন বুনি –

চোরাবালির বুভুক্ষ বুকে

মরিচিকার রাক্ষুসে জঠরে,

আগ্নেয়গিরির গলিত লাভায়

মরুভূমির তৃষ্ণার্ত সোনালী প্রান্তরে।

হাসছো?

হাসো …..

ভাবছো আমি পাগল?

ভাবো…..

কষ্টে ক্লিষ্ট জটবাঁধা সুতোয়

যন্ত্রণায় মরিচা ধরা সুচে

আমি যাতনার মালা গাঁথি,

অতঃপর কণ্ঠে ধারণ করে

আনন্দ উল্লাসে মেতে উঠি।

হাসছো?

হাসো…..

ভাবছো আমি পাগল?

ভাবো…..

বেদনার বদান্যতায়

দুঃখরা ডানা মেলে উল্লাসে উড়ে

বেড়ায় আমার হৃদয়াঙ্গনের চৌহদ্দি জুড়ে।

হৃদয় পোড়ে…

স্বপ্ন পোড়ে…

আশা পোড়ে…

ভালোবাসা পোড়ে…

উগ্র উদ্ভট একটা গন্ধ

মিশে আছে বিস্রুত বায়ুতে।

মড়মড় করে ভাঙছে

অনূভুতির ডালপালা গুলো,

ফুলের স্নিগ্ধ সৌরভ

আর দগ্ধ গন্ধের

ব্যবধান টুকু ও বুঝিনা।

…..কিসের শব্দ হলো?

মন ভাঙ্গার?

না, ভেঙ্গ না;

কৈ? আমার তো ভাঙ্গেনা।

কাঁদছো?

না, কেঁদোনা;

আমিতো কাঁদিনা !

তবুও স্বপ্ন বুনি হতাশার বুকে,

স্বপ্নগুলো গর্ভপাত ঘটায়

এলিয়েনের মতো হাজারো ভ্রুণ

, লক্ষ থেকে নিযুত ভ্রুণ,

যার মৃত্যু ঘটে নিমিষেই।

তবু ক্ষীণ আশা মনে পুষি

নগ্ন বাসনার গা আবৃত করি

জ্যামিতিক অঙ্ক কষি,

কভূ যদি একটি ভ্রুণ

মৃত্যুঞ্জয়ী হয়ে নড়েচড়ে উঠে

অস্ফুটে দেয় হাসি !

যদি বলে তোমায় ভালোবাসি॥

— রচনাঃ ২১/০৩/২০১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *