কলকাতা ; ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার ডিগবয়ে সেনাবাহিনীর একটি কনভয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ৩ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন।
প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে। রাস্তায় একটি দূরনিয়ন্ত্রিত মাইন বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তবে এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর কনভয় দাঁড়িয়ে পড়লে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সেনারাও পাল্টা গুলি চালায়। তবে জঙ্গীদের গুলিতে আহতদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, অপরাধীদের শাস্তি দেওয়া হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে খোঁজখবর করেছেন। এলাকায় জোর তল্লাশি অভিযান চলছে বলে নিরাপত্তা এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে। গত বুধবারও জঙ্গিরা স্থানীয় একটি চা বাগানের একটি ভ্যানের উপর গুলি চালিয়েছিল। তাতে ১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল।