ঢাকা; নির্বাচন কমিশন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবের বিপরীতে আওয়ামী লীগের প্রতিক্রিয়া আগে থেকেই তৈরি ছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ যে রিঅ্যাকশন দিয়েছেন, তার ভাষাটা দেখবেন- সেই ভাষার মধ্যে বুঝা যায়, সেটা আগে থেকে তৈরি করা। যেমন, বাজেট দেয়ার সঙ্গে সঙ্গে একটা মিছিল বের হয় না- ‘মানি না মানি না’, ‘গণবিরোধী বাজেট মানি না’- এরকম ব্যানার তৈরি করা থাকে। ঠিক একইভাবে আগে থেকে তারা তৈরি করে রেখেছিল- এটাকে তারা প্রত্যাখান করবে। শুক্রবার নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তিনি দলীয় অবস্থান থেকে সরে এসে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানান। এ সরকারের রূপরেখা পরবর্তীতে দেয়ার কথাও জানান তিনি। খালেদা জিয়ার প্রস্তাবের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার প্রস্তাবনা অন্তঃসার শূন্য। তার এ প্রস্তাব জাতির সঙ্গে তামাশা।