ঘোর লাগা আঁধার”
—খায়রুননেসা রিমি
ঘোর লাগা আঁধার আমায় কুঁড়ে
কুঁড়ে খায়।
তোমার স্মৃতিরা কেবলই বিদ্রোহ
করে।
কষ্ট মিছিল তাড়া করে আমায়।
আমি ছুটতে থাকি বণ্য
হরিণীরমতো।
অবশেষে কিছুদূর গিয়ে হাঁটু মুড়ে পড়ে যাই,
রাস্তার ঠিক
মাঝখানে।
উঠে দাঁড়ানোর আগেই ব্রেকফেল
গাড়ি পিষে ফেলে আমায়।
শুভংকর তোমার চোখের
সামনেই ঘটে গেলো সব।
তুমি কিছুই করতে পারলেনা।
পাথর চোখে তাকিয়ে দেখলে
আমার থেঁতলে যাওয়া নিথর দেহ।