ঢাকা; প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। নির্বাচন কমিশন পূনর্গঠনে দলীয় প্রস্তাব পেশ করতে এই সংবাদ সম্মেলন।
সম্মেলনে প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের মতামত নিয়ে বাছাই কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে কমিশন গঠনে দলীয় একটি প্রস্তাবনাও তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠনে দলীয় প্রস্তাবনা দেয়া হবে পরবর্তীতে। আজ বিকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কমিশন গঠনের এ প্রস্তাব তুলে ধরেন। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতা ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন তার প্রস্তাবে সব দলের কাছে গ্রহণযোগ্য যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নারীসহ চার জন কমিশনার নিয়োগের প্রস্তাব করেন। তা চূড়ান্ত করতে একটি বাছাই কমিটিরও প্রস্তাবনা রয়েছে খালেদা জিয়ার প্রস্তাবে। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সংস্কার, ইসি সচিবালয় গঠন, আরপিও সংশোধন এবং দলীয় আনুগত্য করেন এমন নির্বাচনী কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের নির্বাচনী কার্যক্রম থেকে দুরে রাখার দাবি রয়েছে প্রস্তাবে। প্রবাসী ও কারাবন্দি রাজনৈতিক নেতাকর্মীদের ভোটারও হওয়ার সুযোগ দেয়ারও দাবি জানিয়েছেন তিনি।