অবন্তীর কিছু চাওয়া
————রাফেজা ইমরোজ
ভালোবাসার নীল জলে চল আজ
স্নান করি দুজন
বহুদিনের লুকানো ইচ্ছে বলি বলি
করেও হয়নি বলা ।
কিছু তো বল ?
দেখ আকাশটা কেমন
সাদা-কালো মেঘের ভেলায় ভাসছে ….
যাবে চল ঐ দূরে ,
আকাশ মাটির মধুর মিলন দেখতে ?
আচ্ছা তুমি বলতে কি পারো ,
শেষ পর্যন্ত আকাশ-মাটি কোথায়
গিয়ে মিলেছে ?
আমি জানি তো
তুমি বলতে পারবে না ?
আমার না খুব ইচ্ছে জেগেছে
তোমার হাত ধরে হাঁটবো আর তারা গুনবো
বল তো আকাশে কত তারা আছে ?
জানি তো তুমি এসব নিয়েও ভাব না ?
কতদিন দুজনে স্বপ্ন মধুর সময় কাটাইনা বল তো ?
আজ আমাকে অনেক সময় দেবে ,,
সব কাজ বন্ধ
আজ শুধু তুমি-আমি ভালোবাসার কথা বলবো
প্রথম যখন আমরা দুজন প্রেমে পড়েছিলাম ……
কথার শুরু শেষ কিছুই ছিলনা ,
মনে পড়ে তোমার ?
অবন্তী এমন আবেগী সব কথা একা একা বলেই চলেছে ….
তিয়াস আপন মনে ওর অফিসের কাজ করেই যাচ্ছে….
অবন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বলে ….
আজও ব্যস্ত হয়ে পড়লে তোমার কাজে….?
আমার জন্য একটু সময় তোমার নেই ?
তিয়াস মনের অন্তঃকোনে সাজানো স্বপ্ন গুলি
শুধু কি স্বপ্ন হয়েই রয়ে যাবে বল ?
জানো এ ভাবেই স্বপ্ন আর ভালোবাসার মৃত্যু হয় …………..