শাহবাগ থানা ওই ব্যক্তি পুলিশ সদস্য কি না তা নিশ্চিত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ছিনতাইয়ের সময় আটক ব্যক্তি ট্রাফিক উত্তরের একজন কনস্টেবল।
ব্যবসায়ী আবদুল বাসির প্রথম আলোকে বলেন, ভ্যান চালকসহ তিনি তেজগাঁওয়ে ফিরছিলেন। মোটরসাইকেলে চড়ে আসা দুজনের পুলিশের পোশাক পরা থাকলেও নেমপ্লেট ছিল না। ভ্যান ক্রস করে প্রথমে সামনের দিকে যায় মোটরসাইকেলটি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর মোটরসাইকেলটি আবার ভ্যানের কাছে আসে। প্রথম মোটরসাইকেল আরোহীর একজন বাসিরের কাছে গাঁজা আছে কি না জানতে চান। তার পর আর কি আছে জানতে চান। জবাবে বাসির তাঁদের জানান, ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে।
মোটা অঙ্কের এই টাকা দেখেই তা ছিনিয়ে নেন মোটর আরোহীদের একজন। তবে বাসির জাপটে ধরে ফেলেন তাঁকে।
ডিম ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনা রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটে। এ কথা জানিয়ে তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা মাসুম খান প্রথম আলোকে বলেন, আগে ট্রাক নিয়ে এসে ডিমের চালান ছিনতাই হতো। বছরখানেক ধরে পুলিশের পোশাকধারী ডিম ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করছেন। তাঁদের ধারণা ছিনতাইকারীরা এ ধরনের ঘটনায় জড়িত। তবে এবারই প্রথম পুলিশ সদস্য ধরা পড়লো।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করবেন বলে জানান ব্যবসায়ী আবদুল বাসির।