মুসলিম রোহিঙ্গা
______________তাজুল
আজ কোথায় মানবতা
নাইতো কারো মায়া মমতা,
মিয়ানমারে চলছে মুসলিম হত্যা
কারো মনে কি লাগে না ব্যথা,
আজ কেন মুসলিম বিশ্বের নিরবতা।
চোখ থাকতে দৃষ্টিহীন
মুখ থাকতে ভাষাহীন
প্রশ্ন করি বিবেকের কাছে
মানুষ মানুষের জন্য কথাটা বুঝি মিছে।
ঘরে থাকলে আগুনে পুড়ছে
বাহির গেলে গুলি করে মারছে
হায়রে, মুসলিম রোহিঙ্গা,
তোমাদের তরে নেইতো কেউ
করোনা কারো জন্য অপেক্ষা,
মহান আল্লাহ তোমাদের করবে রক্ষা।
মুসলমান মুসলমান
যদি হও ভাই ভাই,
তাদের পাশে দাঁড়াবে তবে
আজ এমন কেউ নাই।
আসুন মুসলিম যদি হই প্রতিবাদ করি
তাদের কষ্ট মুসলিম বিশ্বে প্রকাশ করি,
প্রয়োজনে হাতে অস্ত্র ধরি
শত্রুর কাছ থেকে মুক্ত করি।
এক হই যদি মুসলিম জনতা
চেষ্টা মোদের হবে না বৃথা,
বন্ধ হবে মুসলিম হত্যা।