বরগুনা প্রতিনিধি; বরগুনার বামনা জেএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকে এক পরীক্ষার্থীকে শ্লীলতাহানী করার চেষ্টা করেছে এক বখাটে। এ ঘটনায় তৎক্ষণিক পরীক্ষাকেন্দ্রে থাকা পুলিশ বখাটে মো. সাদ্দাম হোসেনকে আটক করে কিছুক্ষণ পর ছেড়ে দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ৯টায় উপজেলার খোলপটুয়া আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থী ছাত্রী ওই কেন্দ্রের ৫ নম্বর কক্ষের আসে। এ সময় বামনা উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামের মো. আয়নাল হকের ছেলে মো. সাদ্দাম হোসেন (২০) পরীক্ষা কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে। তখন কক্ষে অবস্থানরত অন্য পরীক্ষার্থীরা কেন্দ্রে দায়িত্বরত পুলিশকে অবহিত করলে তৎক্ষণিক সাদ্দামকে পুলিশ আটক করে। আটকের এর কিছুক্ষণ পরেই অজ্ঞাত কারণে পুলিশ সাদ্দামকে ছেড়ে দেয়।
খোলপটুয়া আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটে মো. সাদ্দাম হোসেন বুধবার পরীক্ষার শেষে কেন্দ্রের সামনে এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছে। পুনঃরায় আজ বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ওই ছাত্রীকে শ্লীলতাহানী করলে আমার বিদ্যালয়ের অনান্য ছাত্রীরা পুলিশকে অবহিত করে। তখন পুলিশ বখাটে সাদ্দামকে আটক করলেও তাকে পরে ছেড়ে দেয়। অপরদিকে আমার বিদ্যালয়ের আরেক ছাত্রীকে অপহরণ করার হুমকী দিয়েছে কতিপয় বখাটেরা। আমি এ ব্যাপারে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি।
বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, আমরা এখনো এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি।