ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস সম্পন্ন

Slider গ্রাম বাংলা

20161117125953-1

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৩০ বিজিবি ব্যাটিলিয়ন কর্তৃক মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের ধ্বংসাভিযান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২ টায় ৩০ বিজিবি ব্যাটিলিয়ন কর্তৃক আয়োজিত এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

৩০ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তুষার বিন ইউনুসের সভাপতিত্বে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, সহকারী কাস্টমস কমিশনার দেওয়ান মোঃ লিয়াকত আলী, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ লিয়াকত আলীসহ বিভিন্ন স্কুলকলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা মাদকমূক্ত ঠাকুরগাঁও গড়ার দৃপ্ত শপথ গ্রহণ করে স্কুলকলেজের শিক্ষার্থীবৃন্দকে মাদকের ভয়াবহতা সম্বন্ধে সচেতন করেন।

মাদকবিরোধী সচেতনতা অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের সাথে নিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসসমূহ ধ্বংস করা হয়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে এসময় প্রায় ১০ হাজার মানুষ সমাবেত হন।

উল্লেখ্য যে, নভেম্বর মাসজুড়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, গ্রামে চলা বিভিন্ন অভিযানে মোট ৭৪৩৩ বোতল ফেনসিডিল, ১০৫৮ বোতল মদ ও ৫১০ পিস ইনজেকশন উদ্ধার হয়। যার বাজারমূল্য ৪৮ লাখ ১৯ হাজার ৪০০ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *