“দুঃখ ঝড়”
—-খায়রুননেসা রিমি
কষ্টকাঁথা মুড়ি দিয়ে
কাঁপছি কষ্টজ্বরে,
সুখ পাখিটা হারিয়ে গেল
দুঃখ নামক ঝড়ে।
দুখ বাতাসের দুখের চোটে
সুখ যে হলো হাওয়া,
সুখের খোঁজে,সুখের লাগি
দুখকে করি ধাওয়া।
দুখ যে আমার সতীনকাটা
ছাড়বেনা সে পিছু,
মনের কষ্ট,মনে নিয়েই
মাথা করি নীচু।
যত নীচুই করিনা কেন
কষ্ট হয়না দূর,
ঘুরে ফিরে বেজেই চলে
দুখের করুণ সুর।