এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষায় এক শিক্ষিকার সাথে অসদাচরণের অভিযোগে রুকুনুজ্জামান নামের এক কর্মকর্তাকে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম থেকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিস্কার হওয়া কর্মকর্তা ‘ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট’ এর রিসার্চ অফিসার বলে জানা গেছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান বলেন, শিক্ষিকার সাথে অসদাচারণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই ওই কর্মকর্তাকে এবারের ভর্তি পরীক্ষার সকল কর্মকান্ড থেকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা শেষ হলে তার ব্যপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বেরোবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান বলেন, আমারা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওই কর্মকর্তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আজ বিকেল তিনটায় শিক্ষক সমিতি এই ইস্যুতে মিটিংয়ে বসবে এবং সেখান থেকে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা রোকনুজ্জামানের মুঠোফোনে কয়েকদফায় যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।