ঢাকা; দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ ছয়মাসের অন্তবর্তীকালীন এ জামিন মঞ্জুর করেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা বদির আপিল অবেদনের শুনানির পর জামিনর এ আদেশ দেয়া হয়। আপিল আবেদন আদালতে উপস্থাপনের সময় বদির জামিনের আবেদন জানান তার আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা। এর আগে ১০ নভেম্বর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন বদির আইনজীবী।
গত ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে দুদকের করা মামলায় বদিকে তিন বছরের কারাদ- ও দশ লাখ টাকা জরিমানা করে রায় দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত।
গত ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে দুদকের করা মামলায় বদিকে তিন বছরের কারাদ- ও দশ লাখ টাকা জরিমানা করে রায় দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত।