তবে ম্যাচের আসল নায়ক ছিলেন মেসিই। অনেক দিন পর প্রতিটা সেট পিসেও আর্জেন্টিনাকে ভয়ংকর দেখাল। মেসির প্রতিটা ফ্রি কিক থেকেই গোলের সুযোগ তৈরি করতে মরিয়া ছিল দল।
প্রথম গোলটা অবশ্য মেসি করলেন সরাসরি ফ্রি কিক থেকে। পোস্টের ডান কোনা ঘেঁষে ঢুকে যাওয়া বল ঠেকানোর উপায় ছিল না বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ওসপিনারও। ২৩ মিনিটে মেসির ক্রস থেকে খুব জোরালো নয়, কিন্তু মাপা হেডে ডান পোস্টে বল পাঠালেন প্রাতো। দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই প্রাতো আরেকটি গোলের সুযোগ হারিয়েছেন। এরপর কলম্বিয়া মরিয়া চেষ্টা করেছে। আর্জেন্টিনাও খুব বেশি ঝুঁকি নিতে চায়নি।
ম্যাচের সাত মিনিট বাকি থাকতে ডি মারিয়া গোলমুখেই নেওয়া জোরালো শটে সব আর্জেন্টিনার শঙ্কাও যেন ছিটকে যায়। দলের অধিনায়ক হামেস রদ্রিগেজের শেষ দিকে নেওয়া ফ্রি কিক পোস্টে লেগে ফিরে এলে সান্ত্বনার গোলটিও পাওয়া হয়নি কলম্বিয়ার।
দীর্ঘ বিরতিতে যাওয়ার আগে স্বস্তি ফিরল আর্জেন্টিনা শিবিরে। এখন তা ধরে রাখাই তাদের আসল চ্যালেঞ্জ।