মাদকাসক্ত ফারুক অাহাম্মেদ

Slider সাহিত্য ও সাংস্কৃতি

10917893_1586310234843177_2785436532876773338_n
মাদকাসক্ত
ফারুক অাহাম্মেদ
মাদকাসক্ত জোয়ায় ভক্ত
হচ্ছে যুব সমাজ ,
ইয়াবাতে নেশা গ্রস্থ
হচ্ছে তারা অাজ।
বুকে নেই প্রীতি, হারিয়ে স্মৃতি
রাস্তায় পরে রয়,
কখনো ভুলে, এলো চুলে
আবোল তাবোল কয়।
অামরা জনতায়, বুকের মমতায়
পারি না কিছু কইতে,
এমন অনাচার হয় না বিচার
শাস্তি হয় না সইতে।
অর্থ যোগান দিতে তারা
ভুল পথ বেঁচে নেয় ,
কারো জীবন কেড়ে নেয়
কভু নিজের জীবন দেয়।
চাই প্রতিকার ভুলের স্বীকার
হচ্ছে যারা রোজ,
কেন অাজ তারা হচ্ছে পথ হারা
নিতে হবে খোঁজ।
প্রতিবাদী না হও যদি
এখনই দলে বলে ,
তোমার অামার অবুঝ শিশুটি
এ পথেই যাবে চলে।
       আলম মিয়া হারুন
            নির্বাহী সভাপতি 
বাংলাদেশ কবি সভা ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *