টঙ্গী; টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ফুল দেয়াকে কেন্দ্র করে গতকাল দুপুরে কলেজ ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ৫-৬ জন আহত হয়েছে। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অর্থনীতি বিভাগের আমিনুর রহমান ও বাংলা বিভাগের রাসেলকে উন্নত চিকিৎসার জন্য উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কলেজ ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীরা জানায়, গতকাল কলেজে নতুন ছাত্রছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হচ্ছিল। এসময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সমর্থিত নেতারা ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে। পরে কলেজ শাখার সাবেক ছাত্রলীগ নেতা সাদিম হায়দার সমর্থিত ছাত্র নেতারাও ফুল দিতে গেলে কাজী মনজুর ও রেজাউল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ধাওয়া করে বেধড়ক পিটুনী দেয়। এঘটনায় নতুন ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।