ডেস্ক; ডনাল্ড ট্রাম্পের মেজাজ-মর্জি নিয়ে প্রশ্ন তুললেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বললেন, তার এই মেজাজের কারণে তিনি হয়তো ভাল করতে পারবেন না। বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফরে সোমবার গ্রিস, জার্মানি ও পেরুর উদ্দেশে রওনা দেন। এ সময় তিনি প্রেস কোরের সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্ট নির্বাটিত ট্রাম্প তার প্রধান স্ট্রাটেজিস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন স্টিভ ব্যাননকে। এ বিষয়ে বারাক ওবামার মতামত জানতে চাওয়া হয়। তিনি বলেন, প্রতিটি নিয়োগ নিয়ে মন্তব্য করা যথার্থ হবে না। এ বিষয়ে লোকজন কথা বলেছে। আগামীতে প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন ট্রাম্প। তাই তিনি তার টিমে কাকে কাকে নেবেন এটা একান্তই তার ব্যাপার। তিনি যাকে যাকে তার টিমে নেবেন তার মধ্য দিয়েই তার নীতির প্রতিফলন ঘটবে। তাকে যারা ভোট দেননি তারাও স্বীকার করবেন যে, এভাবেই গণতন্ত্র কাজ করে। তাকে তার সিদ্ধান্ত মতো কাজ করতে দেয়া উচিত আমাদের। আগামী কয়েক বছরে তার গতিপ্রকৃতি যাচাই করবে মার্কিনিরা। তারাই বলবে, তারা যা দেখছে তা কতটা ঠিক। তবে আমি মনে করি না যে, তিনি উচ্চাদর্শী। আমার মনে হয় তিনি বাস্তববাদী। আর সেটাই তাকে ভাল কাজ করতে সহায়তা করবে, যদি তিনি তার চারদিকে ভাল মানুষ পান এবং তার যদি সুচিন্তিত দিকনির্দেশনা থাকে। তিনি যদি মেজাজ সংশোধন না করেন তাহলে তা তাকে ভালভাবে কাজ করতে সহায়তা করবে না।