প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে; পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের কৃতি সন্তান এম এ মালেক বেপারী ১৪ নভেম্বর সোমবার রাত সাড়ে দশটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তিনি শ্রীরামকাঠি ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান। কর্নেল জিয়াউল আহসানের চাচা এমএ মালেক বেপারী নাজিরপুরের মধ্যে একজন সফল চেয়ারম্যান হিসেবে সব মহলে প্রশংসিত ছিলেন। তিনি নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের রানিং সভাপতি ছিলেন।তাঁর মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পিরোজপুর জেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠন, নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ সহ তার সকল অঙ্গসংগঠন সমূহ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। নাজিরপুরের মালিখালী ইউনিয়নের কেশব লাল বিশ্বাস সহ স্থানীয় ত্যাগী নেতৃবৃন্দ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোক প্রকাশকারী নেতৃবৃন্দ বলেন এমএ মালেক বেপারীর মৃত্যুতে নাজিরপুরবাসী আমরা একজন যোগ্য নেতৃত্বকে হারালাম। তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।