সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়: শ্রিংলা

Slider টপ নিউজ

ad9832b4b31445d1509cbe9edea42d41-5828473370f85-1-700x432

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা বলেছেন, ‘সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার যে সব ঘটনা ঘটছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাই না। আশা করি বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন।’

রবিবার (১৩ নভেম্বর) বিকালে ভারত থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পঞ্চগড়ে প্রবেশ করে পঞ্চগড় সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও অনেক জায়গায় ভিসা পদ্ধতি সহজ করা হয়েছে। ৬৫ বছরের ওপরে এবং চিকিৎসা ভিসা বিনা তারিখেই দেওয়া হচ্ছে। আমাদের যে সব অসুবিধা আছে তা অল্প সময়ের মধ্যে দূর করা হবে। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কিছু সময় দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের বাণিজ্য প্রসারের স্বার্থে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর একটি মনোরম স্থান। বাংলাদেশের উত্তরের এ স্থলবন্দর দিয়ে যাতায়াত, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা উভয় দেশের ব্যবসায়ীদের নিয়েও মতবিনিময় করছি।’

ভারতীয় হাইকমিশনের একটি দল পঞ্চগড় সার্কিট হাউজে আসলে পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

ভারতীয় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, ফাস্ট সেক্রেটারি নিনাদ দেশ পাণ্ডে, থার্ট সেক্রেটারি রাকেশ চৌধুরী।
এর আগে হাইকমিশনের দলটি বাংলাবান্ধা জিরো পয়েন্টে আসলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *