আহত আদিবাসীদের খবর নিতে রংপুর মেডিকেলে আ.লীগের প্রতিনিধি দল

Slider ফুলজান বিবির বাংলা

ronjit-13-11-16-1

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাগদা ফার্মে আখ কাটাকে কেন্দ্র করে আদিবাসীদের সাথে পুলিশের সংঘর্ষে আহতদের খোঁজখবর নিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে আসেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্সি এমপি, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আদিবাসীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। এসময় চিকিৎসকদের আহত আদিবাসীদের চিকিৎসায় কোনরকম অবহেলা কিংবা অযত্ম না করার নির্দেশ প্রদান করেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আদিবাসীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাটি একটি নিন্দনীয় ঘটনা, এব্যাপারে তদন্ত চলছে, দোষীদের খুঁজে বের করে অবশ্যই আইনের শোপর্দ করা হবে। নেতৃবৃন্দ আরো বলেন, আদিবাসীদের চিকিৎসার সকল দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার গ্রহণ করেছে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর সেচ্ছা সেবকলীগের সাধানর সম্পাদক রমজান আলী তুহিনসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *