গ্রাম বাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন একদলের গণতন্ত্র, প্রতিহিংসা ও জিঘাংসার গণতন্ত্র চলছে। দেশের কোথাও সুশাসন নেই। সর্বত্র দুর্নীতির মহোৎসব চলছে।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় তাঁতী পার্টির এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরশাদ বলেন, অনেকে বলে আমি স্বৈরাচার ছিলাম। কিন্তু তখন খুন, গুম ছিল না। এখন গণতন্ত্র চলছে। কিন্তু মানুষ আজ নিরাপদে ঘুমাতে পারে না। যে গণতন্ত্র মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তা জনগণের গণতন্ত্র নয়। একদলের গণতন্ত্র। তিনি বলেন, বিএনপির আন্দোলনের কথা শুনি। দেওয়ানি মামলার মতো বারবার আন্দোলনের তারিখ পড়ে। কিন্তু তারা কোথাও নেই। আমরা রাস্তায়, সংসদে সর্বত্র আছি।