বেশ কেটে যাচ্ছে দিনগুলো আমার ——– মৌসুমি

Slider সাহিত্য ও সাংস্কৃতি

15032436_1815491032043523_1274658571_n

 

 

বেশ কেটে যাচ্ছে দিনগুলো আমার

——– মৌসুমি

টিকলি বেশ কেটে যাচ্ছে দিনগুলো আমার;

প্রজাপতির পাখার ডানায় ভর করে নাহোক,

সুনীল আকাশে রঙিন ঘুড়ির মতো নির্ভীক

দোলাচলে দিগন্তপানে ছুটে যায়নি হয়তো,

তবুও রাস্তার মোড়ে চায়ের দোকানের সদালাপী

বুড়োটার নিষ্কলুষ মুখের অকপট স্মৃতিচারণের মতো,

পাশের বাড়ীর গলাসাধা মেয়েটার অনর্গল সরগমের মতো

বেশ কেটে যাচ্ছে দিনগুলো আমার।

কার্তিকের হিমঝরা শেষরাতের

নরম কাঁথা জড়ানো উষ্ণ আবেশের সাথে,

ভোরবেলার বিশুদ্ধ হাওয়ায় পাখপাখালির কলকাকলির মাঝে

চুলোর গনগনে আঁচে ধোঁয়া ওঠা গরম চায়ের কেতলীর সাথে

বেশ কেটে যাচ্ছে দিনগুলো আমার।

অলস দুপুরে জানালার পাশে চড়ুইপাখির

কিচিরমিচিরের মতো নিঝুম সন্ধ্যায় ঢলে পড়া

লাল সুর্য্যটার আবীর রঙের সাথে মিলেমিশে,

ঝালমুড়িয়ালার কাঁচামরিচ,

পেঁয়াজ আর টমেটোর টক,

ঝাল স্বাদ নিয়ে রাস্তার ওপরে

ছোট্ট শিশুদের ক্রিকেট প্রদর্শনী দেখে

বেশ কেটে যাচ্ছে দিনগুলো আমার।

বড় রাস্তায় ফুল হাতে দাঁড়িয়ে থাকা

কিশোরীটির অমলিন শুভ্র হাসিটি

চোখে মেখে ফুটপাথের ওপরে

উষ্ণ ভাপা পিঠা আর চাটনীর গন্ধ নিয়ে,

বাড়ীরর বারান্দার টবে লাগানো গাছের

সদ্যফোটা ছোট্ট রঙিন ফুলের আনন্দ নিয়ে অসময়ে

ডেকে যাওয়া কোকিলের কুহুতান শুনে

বেশ কেটে যাচ্ছে দিনগুলো আমার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *