প্রবাস জীবন _____________তাজুল

সাহিত্য ও সাংস্কৃতি

%e0%a6%be%e0%a6%86%e0%a7%8d

প্রবাস জীবন
_____________তাজুল

মিথ্যা বলতে বলতে যেন
মিথ্যার মাঝে বাস,
মায়ের কাছে ভাইয়ের কাছে
হয়ে গেছে মিথ্যা বলার অভ্যাস।
শত কষ্টে আছি তবুও বলি ভাল আছি
মা যেন না  হয় নিরাশ,
হায়রে  জীবন যেন জ্যান্ত লাশ
এরই নাম প্রবাস।

পাহাড় সমান কষ্ট বুকে
দিন কেটে যায় কাজে কাজে
নেইতো কোন অবসর
বাড়ির কথা মনে হলে
চক্ষু ভরে আসে জল
মন গহীনে ব্যথার সাগর

মায়ের সাথে কথা বলা
কেমন আছিস খোকা,
অসুস্থ হইলেও ভাল আছি বলে
মাকে বানায় বোকা।
সত্য বলতে যদি মা কাদেঁ আবেগে
তাই মিথ্যা বলে কষ্ট গুলো নিজের বুকেই বাধেঁ।

নিজের হাতে নিজের রান্না
জামা কাপড় কেউ ধুইবে না
কত কি যে করতে হয় দারুন যন্ত্রনা
কাজের চাপে অনেক
দিন খাবার জুটে না
কে শুনিবে প্রবাসীদের কান্না।

বুক ফাটে আর্তনাদে
তনু পুড়ে প্রখর তাপে
দারুন অভাব নামের দানব আনল প্রবাসে
ভাগ্যর চাকা তাইতো ঘুরায় নিশ্বাসে নিশ্বাসে।
কঠিন হতে কঠিন্য
প্রবাস জীবন টা আসলেই শূন্য।

একটি দিন যেন একটি বছর এমন লাগে
দেশে যাবার জন্য কতই না স্বপ্ন জাগে
যোগ হবে কি জীবন খাতায় এ দিন গুলি
এতটা বছর যেন পথের ধূলি।

স্বজন বান্ধব সবাই ছেড়ে
কেমন করে থাকে দূরে
কেউ জানে না, জানে নীল আকাশ
ঐ আকাশে চেয়ে চেয়ে কত নিশি অশ্রু ঝরে
হায়রে জীবন হায়রে প্রবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *