রাজাপুরে উদীচীর চতুর্থ দ্বিবার্ষিক উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

Slider বরিশাল

15050298_339507209739051_236904846_n

 

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে শনিবার বাংলাদেশ উদীচীর চতুর্থ দ্বিবার্ষিক উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) শাহ মো: রফিকুল ইসলাম। বাংলাদেশ উদীচী রাজাপুর উপজেলা শাখার সভাপতি শৈলেন্দ্র নারায়ণ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উদীচী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট শিবনাথ দাশ মুন্সী, গোলাম সাঈদ খান, সভাপতি, ঝালকাঠি উদীচী, আব্দুল মান্নান, প্রাক্তন সভাপতি সিপিবি, নিত্যানন্দ সাহা, সেক্রেটারি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, অধ্যাপক জহির উদ্দিন মো: বাবর, সাধারণ সম্পাদক, কন্ঠশৈলী আবৃত্তি সংগঠন ও সভাপতি, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, বরিশাল, অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, বরিশাল বিভাগীয় কমিটি ও দৈনিক গ্রাম বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বরিশাল বিভাগীয় প্রধান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উদীচী, রাজাপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু মৃধা। অনুষ্ঠানে নাট্যকার খান শহীদুল ইসলামকে নাট্যকার হিসেবে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা পদকে ভূষিত করা হয়।জাতীয় পর্যায়ে নৃত্যে সফলতা পাওয়ায় উদীচী রাজাপুর পরিচালিত শিল্পকলা স্কুলের চার ক্ষুদে শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া আরো ৩০ জন শিক্ষার্থীকে উদীচী রাজাপুরের উদ্যোগে নৃত্য ও সঙ্গীত বিষয়ের শিক্ষার্থীদের উৎসাহমূলক সার্টিফিকেট প্রদান করা হয়। সবশেষে উদীচীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *