ঢাকা; শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কারণ আগামী দিনে এই শিক্ষার্থীরাই দেশকে নেতৃত্বে দেবে।’
শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ২০১৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সদস্য-সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান এবং ডিআরইউতে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী ডিআরইউতে আমরা নেটওয়ার্কের ফ্রি ওয়াইফাই সার্ভিস উদ্বোধন করেন। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও বৃত্তির টাকা তুলে দেন।
ডিআরইউ সভাপতি জামালউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রি ওয়াইফাই সার্ভিসদাতা প্রতিষ্ঠান আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ ও শিক্ষা সম্মাননা অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইনডেক্স গ্রুপের পরিচালক কাইয়ুম নিজামী।