বিদ্যুৎ পেল নীলফামারীর ১৫৪ টি পরিবার

Slider রংপুর

nur2-0020140224203521

 

শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধিঃ জেলার সদর উপজেলা পলাশবাড়ি ইউনিয়নের কিসামত ভুটিয়াপাড়া গ্রামে ১৫৪টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। ভুটিয়াপাড়া কালিরবাজারে এ উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী এসএম হাসনাত হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দীন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা মহিলা যুবলীগের সভাপতি আরিফা সুলতানা, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুর রহমান রিন্টু প্রমুখ। ভুটিয়াপাড়া গ্রামের এক বাসিন্দা জানান, বাড়িতে বিদ্যুৎ এর সংযোগ হওয়াতে এখন সব কাজে গতি আসবে, সব ক্ষেত্রে উন্নতি আশা করছেন তিনি। একই গ্রামের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মারুফ জানান, এখন আর কষ্ট করে পড়ালেখা করতে হবে না। প্রতিদিন বাতির আলোতে লেখাপড়া করতে পারবে। বিদ্যুৎ লাইন সংযোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *