রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগ দিবসটি পালন করেছে। উক্ত কর্মসূচীর মধ্যে ছিল ১১ নভেম্বর শুক্রবার রাত ১২:০১ মিনিটে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে কর্মসূচীর উদ্বোধন, সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসের সুচনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান এবং সর্বশেষে সংক্ষিপ্ত আলোচনা সভা। উল্লেখিত কর্মসূচীগুলোতে অংশ নেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, দপ্তর সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ মাসুদ ইসলাম রাজা, সদস্য নাহিদ আলম রানাসহ জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর শহর শাখার সভাপতি পৌর কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রমজান ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের নেতৃত্বে কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রন্ধাঞ্জলী অর্পণ, ১১টায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান এবং বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী। র্যালীতে অংশ নেন শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমী, হাজী পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ ঘোষ কাঞ্চনের নেতৃত্বে বিকেল ৪টায় রায়সাহেব বাড়ী মাঠ থেকে দিনাজপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের বিশাল একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালীতে সদর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।