ডেস্ক; আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ এলাকায় জার্মান কনস্যুলেটে শক্তিশালী গাড়িবোমা হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। গতকাল বৃহস্পতিবার রাতের এই হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এ মাসের শুরুর দিকে কুন্দুজ প্রদেশে মার্কিন বিমান হামলায় ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়। তালেবান জঙ্গিরা বলছে, এর শোধ তুলতেই এই হামলা চালানো হয়েছে বলে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কনস্যুলেটের জার্মান কর্মীরা অক্ষত রয়েছেন। কনস্যুলেট ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কতজন বেসামরিক আফগান ও নিরাপত্তা কর্মী হতাহত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আহত আফগান ও তাদের পরিবারের প্রতি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়।