ঢাকা; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। হিলারি নিজে ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের ফলাফলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে প্রচারণা শিবিরের সদর দপ্তরে রাখা বক্তব্যে ট্রাম্প নিজেই এ কথা জানান। সিএনএন ট্রাম্পের ওই বক্তব্য সরাসরি সম্প্রচার করে। তাতে দেখা যায়, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সবাইকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে আহ্বান জানান নতুন মার্কিন প্রেসিডেন্টকে। মঞ্চে এসে শুরুতেই হিলারির অভিনন্দনের প্রসঙ্গটি বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এইমাত্র হিলারি ক্লিনটনের কাছ থেকে ফোন পেয়েছি। আমি বিজয় লাভ করায় তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। এই দীর্ঘ লড়াইয়ের জন্য আমিও তাকে অভিনন্দন জানিয়েছি।’ প্রসঙ্গত, নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপসহ সব ধরনের গণমাধ্যম হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন জানিয়ে এলেও শেষ পর্যন্ত জনগণের ভোটে ট্রাম্পই ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে বিভিন্ন রাজ্যের ভোট গণনার ফলাফল আসতে থাকলে তাতে শুরুতে হিলারিই খানিকটা এগিয়ে ছিলেন। কিন্তু ক্রমেই ফলাফল আসতে থাকে ট্রাম্পের পক্ষে। ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোতে ফলাফল ট্রাম্পের পক্ষে এলে শেষ পর্যন্ত তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন। মার্কিন প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্পের পক্ষে ইলেক্টোরাল কলেজের সংখ্যা ২৮৮টি, হিলারি পেয়েছেন ২১৫টি। এখনও কয়েকটি রাজ্যের ভোট গণনা শেষ হয়নি। তবে সেগুলোতে হিলারি জিতলেও তাতে নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।