এএফপির খবরে জানা যায়, হিলারি কানেটিকাটে ৭টি, ডেলাওয়ারে ৩, ইলিনয়ে ২০, মেরিল্যান্ডে ১০, ম্যাসাচুসেটসে ১১, নিউজার্সিতে ১৪, নিউইয়র্কে ২৯, রোড আইল্যান্ডে ৪, ভারমন্টে ৩ ও ওয়াশিংটন ডিসিতে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অ্যালাবামায় ৯টি, আরকানসাসে ৬, ইন্ডিয়ানায় ১১, কানসাসে ৬, কেনটাকিতে ৮, লুইজিয়ানা ৮, মিসিসিপিতে ৬, নেব্রাস্কাতে ৫, নর্থ ডাকোটায় ৩, ওকলাহোমায় ৭, সাউথ ক্যারোলাইনায় ৯, সাউথ ডাকোটায় ৩, টেনেসিতে ১১, টেক্সাসে ৩৮, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫ ও ওয়াইওমিংয়ে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি ও প্রক্রিয়া এমন যে সারা দেশে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনও বিজয়ের নিশ্চয়তা দেয় না। মোট ৫৩৮টি ‘ইলেকটোরাল কলেজ’ ভোট রয়েছে এখানে। দুটি অঙ্গরাজ্য ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রার্থীরা ইলেকটোরাল কলেজ ভোটে বিজয়ী হন। সংখ্যাগরিষ্ঠ ভোট, অর্থাৎ ২৭০টি পেলেই একজন প্রার্থী নির্বাচিত হতে পারেন।