নেট সিলভার এখন পরিসংখ্যানগত উপাত্ত বিশ্লেষণকারী ওয়েবসাইট ফাইভ থার্টি এইট পরিচালনা করেন। এই ওয়েবসাইটের বিশ্লেষণেই বলা হচ্ছে, হিলারির জয়ের সম্ভাবনা ৭১ দশমিক ৬ শতাংশ। আর ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা ২৮ দশমিক ৪ শতাংশ।
নেটের ওয়েবসাইটে বিভিন্ন জরিপকারী সংস্থার নির্বাচনী জরিপের ফলাফলও বিশ্লেষণ করা হয়। আজ ওয়েবসাইটটিতে গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ১৯টি নির্বাচনী জরিপের ফলাফল তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, মাত্র দুটি জরিপ ছাড়া সব কটিতেই এগিয়ে আছেন হিলারি। ১৯টির মধ্যে সাতটি জরিপে ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন হিলারি। গড়ে হিলারি এগিয়ে আছেন ৩ পয়েন্ট