ঢাকা; বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সামনে রেখে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নয়া পল্টনে জলকামানের গাড়িসহ তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। সঙ্গে অবস্থান নিয়েছেন সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশকে মহিলা দলের দুই কর্মীকে ধরে নিয়ে যেতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানাতে আজ দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটি। ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, নয়া পল্টনে বিএনপির একটি কর্মসূচি থাকার কারণে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। উল্লেখ্য, কার্যালয়ের কলাপসিবল গেইট খোলা থাকলেও গণমাধ্যমের কর্মী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেনা পুলিশ।