গ্রাম বাংলা ডেস্ক; আজ যুক্তরাষ্ট্রে নির্বাচনী মহারণ। এতে জিততে দীর্ঘ সময় লড়াই করেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প। নির্বাচনে বিজয়ী হলে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন হিলারি। তাদেরকে সঙ্গে নিয়ে একত্রে দেশ গড়ায় মন দেবেন। এক্ষেত্রে ডনাল্ড ট্রাম্প গঠনমুলক ভূমিকা নেবেন বলেও হিলারি আশা করেন। যুক্তরাষ্ট্রে আজ নির্বাচনে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। তবে ভৌগোলিক অবস্থানের কারণে সেই ভোট গ্রহণ শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় বিকাল বা সন্ধ্যায়। তার আগে হিলারি ও ক্লিনটন দু’জনেই নিজেকে শেষবারের মতো ভোটারদের কাছে তুলে ধরেছেন। বিশেষ করে সুইং স্টেটগুলোতে ‘ক্রিস ক্রসিং’ করে ছুটে বেড়িয়েছেন। দু’জনেই গতকাল (বাংলাদেশের স্থানীয় সময় আজ সকাল ৭টার দিকে) র্যালি করেছেন ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত নর্থ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া এবং মিশিগানে। এখানে ফিলাডেলফিয়াতে হিলারির পক্ষে আবেগঘন বক্তব্য রেখেছেন ফার্স্টলেডি মিশেল ওবামা, প্রেসিডেন্ট বারাক ওবামা। তারা হিলারিকে একজন যোগ্য প্রার্থী হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, আমেরিকা আগামীতে যে নতুন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে তিনি হলেন হিলারি ক্লিনটন। প্রেসিডেন্ট বারাক ওবামা এভাবে হিলারির নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে মঞ্চের পিছন দিক থেকে সামনে উঠে আসেন হিলারি। তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন বারাক ওবামা। দু’জনে উপস্থিত জনতার সামনে হাত নাড়েন। মঞ্চের চারদিকে ঘুরে প্রতিজন দর্শকের প্রতি তাদের হৃদয়ের আকুতি প্রকাশ করেন। এ সময় উল্লাসে ফেটে পড়ে যেন ফিলাডেলফিয়া। মঞ্চে উঠে আসেন সাবেক প্রেসিডেন্ট, হিলারির স্বামী বিল ক্লিনটন, একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন, চেলসির স্বামী মার্ক, ফার্স্টলেডি মিশেল ওবামা। তাদের সম্মিলনে ফিলাডেলফিয়ার রাতটি যেন অন্যরকম হয়ে উঠল। রাত জেগে ঘরের বাইরে এসে র্যালিতে যোগ দেয়ায় ভোটার, সমর্থক, সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিলারি ক্লিনটন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান একটি মহৎপ্রাণ আমেরিকার প্রতি সমর্থনের জন্য। যেষাবে সবার অংশগ্রহণ থাকবে। অন্যদিকে ডনাল্ড ট্রাম্প তার সমর্থকদের প্রতি বলেন, তাদের সামনে দুর্নীতিপরায়ন ব্যবস্থাকে পরাজিত করার জন্য রয়েছে বিরাট সুযোগ। ওদিকে জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন ৪ কোটি ৬০ লাখেরও বেশি ভোটার। এটা মার্কিনিদের জন্য একটি রেকর্ড। আজকের নির্বাচনে হিস্প্যানিক ভোটারদের উপস্থিতি হবে অনেক বেশি এমনটা ধারণা করা হচ্ছে। আর এসব ভোটারের বেশির ভাগই হিলারি পন্থি। ফিলাডেলফিয়ার র্যালিতে হিলারি ক্লিনটনের সঙ্গে যোগ দিয়েছিলেন বিশ্বখ্যাত সেলিব্রিটি ব্রুস স্প্রিঙ্গস্টিন, জন বন জোভি। হিলারি সমর্থনে র্যালিতে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ভোটারদের ভীতিকে পরিহার করে সম্ভাবনাকে বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন। হিলারি ক্লিনটনের শেষ প্রচারণা শেষ হয় নর্থ ক্যারোলাইনার রেলিতে। সেখানে উপস্থিত থেকে দর্শক, ভোটার, সমর্থকদের মাতিয়ে তোলেন হালের ক্রেজ হিসেবে পরিচিত লেডি গাগা। সেই প্রচারণায় হিলারি ভোটারদের প্রতি উদ্দাত্ত আহ্বান জানান, ঘর থেকে বেরিয়ে আসুন। ভোট দিন। এর আগে এক রেডিওতে দেয়া সাক্ষাতকারে হিলারি বলেন, যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি ডনাল্ড ট্রাম্পকে কাছে ডাকবেন। প্রত্যাশা করবেন, দেশকে একসঙ্গে গড়ে তোলার ক্ষেত্রে তারা গঠনমুলক ভূমিকা পালন করবেন। অন্যদিকে ডনাল্ড ট্রাম্প তার শেষ প্রচারণা চালান মিশিগানে গ্রান্ড র্যাপিডসে। এর আগে তিনি বলেন, তিনি কোনো রাজনীতিক নন। তবে রাজনীতিতে তার রয়েছে আগ্রহ। ব্যবসায়ী কাম রাজনীতিক ডনাল্ড ট্রাম্প এ সময়ও হিলারি ক্লিনটনের সমালোচনা করেন। বলেন, প্রেসিডেন্ট পদে এ যাবত যত মানুষ প্রার্থী হয়েছেন তার মধ্যে হিলারি ক্লিনটন হলেন সবচেয়ে দুর্নীতিবাজ। তিনি এফবিআইয়ের ইমেইল কান্ড তুলে ধরেন। তবে গত রোববার এফবিআই হিলারিকে নির্দোষ বলে ঘোষণা দিয়েছেন। তারপর থেকে আবার হিলারির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে।