ঢাকা; নতুন করে আরও ৬৪টি উপজেলায় ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিন্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকের সভাপতিত্ব করেন। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে জানান, ৬৪টি উপজেলার মধ্যে পার্বত্য চট্টগ্রামের চারটি উপজেলাও অন্তর্ভুক্ত করা হবে। তবে উপজেলার নামগুলো এখনো ঠিক করা হয়নি। সর্বোচ্চ দারিদ্র্যসীমা হিসাব করে বিবেচনা করা হবে। এই ৬৪টি জেলায় তিন পর্বে সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে। তিনি বলেন, কর্মসূচির আওতায় প্রথমে তিন মাস প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর দুই বছরের জন্য স্থানীয় সরকারি অফিসগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হয়। এই চাকরিকালীন সময়ে প্রতিদিন একেক জন ২০০ টাকা করে পাবেন। আর প্রশিক্ষণের সময় পাবেন প্রতিদিন ১০০ টাকা।