গ্রাম বাংলা ডেস্ক: সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ বুধবার সকালে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।
একই সঙ্গে ষোড়শ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।
রিটে বিবাদি করা হয়েছে আইন সচিব, সংসদ সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে।
এছাড়া এ রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আইনের কার্যক্রম স্থগিত রাখারও আবেদন জানানো হয়েছে।
গত ১৮ আগস্ট সংবিধানের ১৬তম সংশোধনী সংক্রান্ত বিল মন্ত্রিসভায় অনুমোদন পায়। ১৭ সেপ্টেম্বর সংসদে বিলটি পাস হয়।