উত্থান-পতন –
—————-আবদুস শাহেদ শাহীন
কাল দেখেছি জল থইথই আজ সে নদী মরা,
কালও ছিলো জোয়ার-ভাটা আজ সেখানে চরা।
উথাল-পাথাল ঢেউ দিয়ে তার ভাঙছে আজ এ কূল,
আরেক কূলে গড়ছে সে যে বসত, বাগান, মূল।
এই দেখেছি স্বচ্ছ আকাশ রোদ ঝলমল করে,
খানিক পরে সে আকাশেই মেঘ গুড়গুড় ঝরে।
মৃদু বাতাস ঝড় হয়ে যায় ভীষণ ভয়াল রুপ,
আবার সে ঝড় থেমেও যায় পৃথিবী নিশ্চুপ।
এই জগতে মানব তোমার কিছুই নয় স্থির,
ফুরিয়ে যাবে দেহের শক্তি হওনা যতোই বীর।
ফুরিয়ে যাবে রুপ-লাবণ্য শ্রী মুখের এই হাসি,
রবে শুধু প্রীতি-বন্ধন ভালোবাসা বাসি।