বিমানবন্দরে যুবকের ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

Slider জাতীয়

a57652fa98a8c5bbc9ddd3e48eff6a0d-untitled-3

 

ঢাকা; হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে যুবকের  ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম সোহাগ আলী (৩২)। হামলাকারী বিমানবন্দরের ক্লিনার বলে জানা গেছে। ওই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ওই ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী ক্লিনার আহত হয়েছেন। তার অবস্থা আশংঙ্কাজনক। অন্য আহতদের নাম জানা যায়নি। পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ময়লা পরিষ্কারকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ নিহত সোহাগের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে শাহজালাল বিমানবন্দরের ৩ নম্বর গেটের সামনের অংশ পরিষ্কার করাকে কেন্দ্র করে বিমানবন্দরের দুই ক্লিনারের সঙ্গে আনসার সদস্যদের কথা কাটাকাটি হয়। ওই সময় হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর এক ক্লিনার একটি ধারালো ছুরি নিয়ে সেখানে দায়িত্ব পালন করা আনসার সদস্যদের ওপর হামলা চালায়। এতে চার আনসার সদস্য গুরুতর আহত হন। তখন আনসার সদস্যদের চিৎকারে অন্য সহকর্মীরা এগিয়ে আসলে ওই ক্লিনার তাদের ওপরও হামলা চালালে পুলিশ গুলি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *