এম এ কাহার বকুল, লালমনিরহাট প্রতিনিধিঃ, ‘সমবায়ের দর্শন টেকশই ও উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ (৫ নভেম্বর) শনিবার লালমনিরহাট জেলায় এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট প্রদানের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়।
আজ লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং এক আলোচনা সভার আয়োজন করেন । আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন, ক্যাপ্টেন (অব). আজিজুল হক বীর প্রতীক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভুষন রায়, জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতি গেরিলা লিড়ার এস. এম শফিকুল ইসলাম কানু, বিশিষ্ট সমবায়ী আব্দুস সালাম বকুল।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাসা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক কৃষিবিদ নাজমুল ইসলাম, ব্যতিক্রম সমবায় সমিতরি সদস্য রুহুল আমিন, রাজপুর হস্ত শিল্প মহিলা সমবায় সমিতির সাধারন সম্পাদক, মালতি রানী রায়।
পরে শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। এতে সরকারী কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ, সমবায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।